শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন
টেকনাফের খ্যাতনামা পাবলিক স্কুল হ্নীলা আল ফালাহ একাডেমীর সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক জহির আহমদ। অধ্যাপক জহির হ্নীলা পশ্চিম সিকদারপাড়া এলাকার মৃত খাইরুল বশরের কনিষ্ঠ ছেলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রীধারী এই সমাজ সেবক দীর্ঘদিন ধরে হ্নীলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন। তিনি প্রতিষ্ঠাকালীন থেকে আল ফালাহ একাডেমীর সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক। এদিকে অধ্যাপক জহির আহমদের মত একজন উচ্চ শিক্ষিত এবং যোগ্য ব্যাক্তিকে আল ফালাহ একাডেমীর সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকসহ সচেতন এলাকাবাসী। অধ্যাপক জহির সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।#
Leave a Reply