রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

অপহরণে ব্যার্থ হয়ে এক রোহিঙ্গাকে উপর্যুপরি চুরিকাঘাত করেছে শফি বাহিনী

অপহরণে ব্যার্থ হয়ে এক রোহিঙ্গাকে উপর্যুপরি চুরিকাঘাত করেছে শফি বাহিনী

অপহরণে ব্যার্থ হয়ে এক রোহিঙ্গাকে
উপর্যুপরি চুরিকাঘাত করেছে শফি বাহিনী

বার্তা পরিবেশক:
অপহরণে ব্যর্থ হয়ে এক রোহিঙ্গা কে
উপর্যুপরি চুরিকাঘাতে মারাত্মক ভাবে আহত করেছে রোহিঙ্গা কুখ্যাত শফি গ্রুপের শফি বাহিনী।
ঘটনার বিবরণে জানা যায়,গত ১৯ ডিসেম্বর দুপুরে মোচনী নয়াপাড়া ২৬ নং ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা
আব্দুসসালাম যার এমআরসি নং-জেড-১৮৬০,শেড নং-৯৪১/০৪ কুতুপালং বাজারে গেলে পূর্বে উৎপেতে থাকা টেকনাফের নয়াপাড়া মোচনী রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।
শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী শফি গ্রুপের মোঃ শফি ও মাদু’র নেতৃত্বে ৬-৭ জন রোহিঙ্গা আব্দুসসালাম কে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকার লোকজনের বাধারমুখে পড়লে তারা এলোপাতাড়ি সালাম কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানিয় কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গারা ক্যাম্পের কর্তব্যরত ১৪ এপিবিএন পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আব্দুসসালাম কে উদ্ধার করে
প্রথমে কুতুপালং এমএসেফ হাসপাতাল,পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়।
আহত আব্দুসসালামের অবস্থা আশংকা জনক বলে জানায় তার পরিবার।
এদিকে বহু মামলার ফেরারি আসামী শফি গ্রুপের মোঃ শফি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে পালিয়ে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের শীর্ষ ত্রাস মুন্না গ্রুপের আশ্রয়ে রয়েছে। মোঃ শফির বিরুদ্ধেহত্যা,গুম,অপহরণ,
ডাকাতি,অস্ত্র ও মাদকের প্রায় দুই ডজন মামলা রয়েছে। মুন্না গ্রুপের মাহমুদুররহমান ওরপে মাদু’র বিরুদ্ধে ১০-১৫ টি মামলা রয়েছে।
সাধারণ রোহিঙ্গাদের মতে, তারা প্রতিনিয়ত ক্যাম্পের শান্ত পরিবেশ কে অশান্ত করে তুলছে। তাদের হাতে কোন রোহিঙ্গাই নিরাপদ নয়।
সূত্র মতে- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকে অভিযান চালালে অস্ত্র সহ মোঃ শফি কে আটক করা সম্ভব হবে।
এপিবিএন জানায়, শীর্ষ সন্ত্রাসী শফি তালিকাভূক্ত সন্ত্রাসী। তাকে আটক করতে পুলিশী অভিযান অব্যাহ আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana