শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
আগ্রহ থাকলে সাকিবকে শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট খেলার আহবান আকরামের

আগ্রহ থাকলে সাকিবকে শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট খেলার আহবান আকরামের

ক্রীড়া প্রতিবেদক::

সাকিব আল হাসান টেস্ট খেলতে আগ্রহী হলে তার আইপিএলের অনাপত্তিপত্র নিয়ে নতুন করে চিন্তা করার কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। আগ্রহী হলে সাকিবকে শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট খেলার আহবানও করেছেন তিনি।

শনিবার একটি অনলাইন গণমাধ্যম ও একটি পণ্য বিক্রির প্লাটফর্মের আয়োজনে ফেসবুক লাইভে এসে বিসিবির বিপক্ষে গুরুতর কিছু অভিযোগ করেন সাকিব। বিশেষ করে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম তার আইপিএলে যেতে চাওয়ার চিঠি পড়েই দেখেননি বলে জানান তিনি।

সাকিব বলেন, তিনি ‘টেস্ট খেলতে চান না’ এটা বলেননি। আকরাম তাকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। যদিও লাইভের আরেক অংশে  আইপিএলের সময়েই শ্রীলঙ্কা সফরের দুই টেস্টকে গুরুত্বপূর্ণ মনে করেন না বলেও উল্লেখ করেছিলেন সাকিব।

রোববার দিনভর এই নিয়ে তুমুল আলোচনা চলে। সন্ধ্যায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় সভায় বসেন আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয়সহ কয়েকজন পরিচালক। সভা থেকে বেরিয়ে আকরাম জানান সাকিবের লাইভের ভিডিও তারা পুরোটা দেখননি, আজ দেখবেন। তবে চিঠির ভুল ব্যাখ্যা নিয়ে প্রতিক্রিয়ায় আকরাম বল ঠেলে দিয়েছেন সাকিবের দিকে, ‘ আমি হয়তো ওর (সাকিবের) চিঠি পড়ে ভুল বুঝতে পারি। ও যেহেতু টেস্ট খেলতে চাচ্ছে ওর কথাতে বোঝা গেছে তাই কাল পরশু বোর্ডের সবার সঙ্গে আলাপ আলোচনা করে সাকিবের এনওসির (আইপিএলের ছাড়পত্র) ব্যাপারে আমরা চিন্তা করব। ওর যদি আগ্রহ থাকে তাহলে সাকিব শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলবে।’

যে চিঠি নিয়ে এত কথা, এত আলোচনা। সেই চিঠিতে কি লেখা ছিল? আকরাম স্পষ্ট করেছেন তাও,  ‘সাকিব যেটা বলেছে চিঠির মধ্যে, আমরা শ্রীলঙ্কায় যে সিরিজটা করতে যাচ্ছি, সেটা না খেলে সে আইপিএল খেলতে চাচ্ছে। তো শ্রীলঙ্কায় আমরা কি খেলতে যাচ্ছি তা আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানে। কাজেই এ কথাটা সেখানে উল্লেখ করা আছে।’

‘আমরা তো শ্রীলঙ্কা যাচ্ছি দুইটা টেস্ট খেলতে। সেখানে ওয়ানডেও নাই, টি-টোয়েন্টিও নাই। তো সে তো ওটায় ছুটি চেয়েছে। এখন যেটা হবে, ও যদি টেস্ট খেলতে চায় তো খেলবে, তাহলে আমরা ওর এনওসির ব্যাপারে চিন্তা করবো।’

চুক্তিভুক্ত খেলোয়াড় হলেও সাকিবের বিসিবির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সম্পর্কে আকরাম জানান, এই ব্যাপারে আগামী বোর্ড সভায় আলোচনা হবে,  ‘আমরা যখন ২০-৩০ হাজার টাকা পেতাম, তখনও আমরা চুক্তিতে সই করতাম। বোর্ডের বিপক্ষে আমরা কিছু বলি নাই। এটা নিয়ে সামনের বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana