বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত ৯০ জন।
এদিন সকাল ১১ টা ১৫ মিনিট নাগাদ এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। জানা গেছে, যে এলাকায় একাধিক সরকারি অফিস ও আফগান পুলিশের দপ্তর রয়েছে, সেখানেই বিস্ফোরক বোঝাই বাসটিতে বিস্ফোরণ ঘটানো হয়।
প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তারক্ষীরা।এখন পর্যন্ত কোনো সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। আফগানিস্তানে বিস্ফোরণ অবশ্য কোনো নতুন ঘটনা নয়।
Leave a Reply