শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন
আজারবাইজানের আবাসিক এলাকায় হামলা চালিয়ে বেসামারিক লোকদের হত্যার মধ্যে দিয়ে আর্মেনিয়া ‘যুদ্ধাপরাধ’ করছে বলে দাবি করেছে তুরস্ক।
শনিবার আজারবাইজানের দ্বিতীয় বৃহত্ত্ম শহর গানজায় আর্মেনিয়ার হামলায় ১৩ বেসমারিক নাগরিক নিহতের কয়েক ঘন্টা পর এক টুইট বার্তায় এই দাবি করেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসুলু।
শনিবার ভোরে আর্মেনিয়ার ছোড়াঁ মিসাইলে গানজার ১৩ নাগরিক নিহত হওয়ার পাশাপাশি ৪০ জন আহত হন। এছাড়া প্রাথমিক তথ্য অনুসারে ২০টিরও বেশ বাড়ি ধ্বংস হয়েছে।
হামলার তীব্র নিন্দা মেভলুত কাভুসুলু বলেন, ‘তারা নিরপরাধ মানুষ ও শিশুদের হত্যা করছে। এই ‘হত্যাযজ্ঞের’ জন্য তাদের অবশ্যই জবাবদিহিতা করতে হবে। আর হামলার বিরুদ্ধে যদি আমরাও সরব না হই তাহলে আমরাও সমান অপরাধী।’
আর্মেনিয়ার হামলার কয়েক ঘন্টার মধ্যে আজারবাইাজানের রাষ্ট্রপতি ইলিহ্যাম আলিয়েব টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেন, ‘এই হামলার উপযুক্ত জবাব আমরা যুদ্ধের মাঠেই দিব।’
আজারবাইজানের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক নীতি বিষয়ক উপদেষ্টা হিকমাত হাজিয়েব বলেন, ‘আমরা মানবিক যুদ্ধ বিরতিকে সমর্থন করি। কিন্তু আর্মেনিয়া সেটা আমাদের করতে দিচ্ছে না। তারা আমাদের আবাসিক এলাকার দিকে হামলা চালিয়েই যাচ্ছে।’
বির্তর্কিত অঞ্চল নাগার্নো কারাবাখ নিয়ে গেল ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ গেছে কয়েকশ বেসামরিক নাগরিক ও সেনা সদস্যের। শুরু থেকে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও রাশিয়া যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও তাতে কান দিচ্ছে না কোনো পক্ষই। এমনকি মস্কোতে হওয়া যুদ্ধবিরতিও মানছেন না কোনো দেশ।
Leave a Reply