
বিদেশে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আল জাজিরার সামিসহ চার জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেন, মোস্তেফা সরওয়া, সায়ের জুলকার নাইম সামি, তাসমিম খলিল ও ডেভিড বার্গম্যান।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলা গ্রহণের বিষয় আদেশ পরে দেবেন বলে মশিউর মালেক গণমাধ্যমকে জানান।
অ্যাডভোকেট মশিউর মালেক বলেন, প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্য দিয়ে যড়যন্ত্র করা হয়েছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের সামিল। দণ্ডবিধির ১৮৬০ সালের আইনের ১২৪, ১২৪এ, ১৪৯, ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে।
Leave a Reply