শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
তিনি বলেন, কনস্টেবল পদে চাকরি হয়নি জেনে বরিশাল পুলিশ লাইন্সের সামনে অপেক্ষমাণ ভূমিহীন আসপিয়া ইসলাম কাজলের বিষয়টি ওয়াকিবহাল রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমিসহ ঘর নির্মাণের নির্দেশনা দিয়েছেন তিনি।
জেলা প্রশাসক জানান, ইতোমধ্যে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নে আছপিয়ার পরিবার যেখানে থাকে সেখানেই খাস জমি খোঁজ করা হচ্ছে। যতদ্রুত সম্ভব তাকে ঘর নির্মাণ করে দেওয়া হবে।
জেলা প্রশাসক বলেন, পুলিশ বিভাগকেও নির্দেশ দেওয়া হয়েছে আসপিয়ার চাকরি নিশ্চিত করার জন্য।
তবে চাকরি নিশ্চিত সংক্রান্ত কোনো চিঠি বা নির্দেশনা বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন পাননি বলে জানিয়েছেন।
Leave a Reply