সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন
বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার এ তথ্য জানান। ইসি সচিব বলেন, ৪১ ইউপিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট এবং ৯ পৌরসভার সবগুলোতে ইভিএমে ভোট হবে। তারিখ ঘোষণা করলেও ২ মার্চের পর ইউপি ও পৌরসভার তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
৭৬তম কমিশন বৈঠক মোহাম্মদ হুমায়ুর কবীর খোন্দকার বলেন, তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। কেননা, ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা চূড়ান্ত করার পর তফসিল ঘোষণা করা হবে।
হুমায়ুন কবীর বলেন, ষষ্ঠ ধাপের ৯টি পৌরসভার ভোটগ্রহণও অনুষ্ঠিত হবে এদিন। পৌরসভাগুলো হলো ঝালকাঠি, লাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগজী, কবিরহাট, মহেশখালী, সেতাবগঞ্জ ও দেবীগঞ্জ। এসব পৌরসভাতেও ইভিএমে ভোটগ্রহণ হবে। তিনি জানান, এবারও গতবারের মতো চেয়ারম্যান পদে দলীয় প্রতীকেই ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply