বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ টেলিফোনে আলাপ করেছেন।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, ইসরাইলের ব্যবসায়িক জাহাজে হামলার পর করণীয় নির্ধারণ করতে ওয়াশিংটন ও তেলআবিবের শীর্ষ কূটনীতিকরা টেলিফোনে আলাপ করেন।
এর আগে গত বৃহস্পতিবার আরব উপসাগরের ওমান উপকূলে ইসরাইলের একটি ব্যবসায়িক জাহাজে ড্রোন হামলা করে ইরান। এতে জাহাজটির দুইজন ক্রু নিহত হয়।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ধারণা করছে, ইরান অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে এই হামলা করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, আলোচনায় দুই পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্য, রোমানিয়াসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘটনার তদন্ত এবং যথোপযুক্ত করণীয় ঠিক করতে কাজ করবেন।
এর আগে গত শুক্রবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ জাহাজে আক্রমণের জন্য ইরানকে দোষারোপ করেন। তবে যুক্তরাষ্ট্র হামলার জন্য ইরানকে তদন্তের আগে দায়ী করতে রাজি না।
ইরান হামলার দায় অস্বীকার করেছে।
Leave a Reply