বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন ইসিকে (নির্বাচন কমিশন) নতুন করে ভাববার পথ তৈরি করে দিয়েছে বলে মনে করেন রাজনীতিবিদসহ নির্বাচন সংশ্লিষ্টরা। অনিয়মের অভিযোগে একটি সংসদীয় আসনের পুরো ভোট বন্ধ হয়ে যাওয়া নজিরবিহীন ঘটনা; তাই ইভিএম ব্যবহারসহ ইসির সামগ্রিক নির্বাচনি পরিকল্পনার বিষয়টি পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তারা। অবশ্য সরকারি দল বলছে, স্বাধীন প্রতিষ্ঠান ইসি স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনা প্রমাণ করেছে, সরকার ইসিকে কোনও ধরনের হস্তক্ষেপ করে না। অবশ্য দলটির কোনও কোনও নেতা এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
ব্যাপক অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন বুধবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা করেছে। অনিয়মের কারণে ইসি প্রথমে কয়েক দফায় ৫১টি কেন্দ্রের ভোট বন্ধ করে। একপর্যায়ে তারা পুরো ভোটই বন্ধ করে দেয়। এর আগে সিইসি কাজী হাবিবুল আউয়াল নিজেই স্বীকার করেন— গাইবান্ধা নির্বাচন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গোপন কক্ষে ঢুকে একজনের ভোট আরেকজনের দেওয়া তারা স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন।
Leave a Reply