বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
উনচিপ্রাং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মোঃ ইউসুফ ১ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক হয়েছেন।
জানা যায়, ৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ-সার্কেল, পটিয়া) এর পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম পটিয়া থানাধীন মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে মার্সা বাসে তল্লাশী চালিয়ে বাসের যাত্রী টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সি ব্লকের ৪৪৫ নং শেডের বাসিন্দা মৃত আলীর পুত্র মোঃ ইউসুফ (২৮) কে ১হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার জানান, আটককৃত আসামীকে মাদকসহ পটিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply