মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন

উনচিপ্রাং কাদের কুলিং কর্ণার এর মালিকের পুত্র সাইফুল ইসলাম কে গুলি !

উনচিপ্রাং কাদের কুলিং কর্ণার এর মালিকের পুত্র সাইফুল ইসলাম কে গুলি !

উনচিপ্রাং কাদের কুলিং কর্ণার এর মালিকের পুত্র সাইফুল ইসলাম কে গুলি গুলি !

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং “মৌলভী সৈয়দ আলম মার্কেটস্থ” কাদের কুলিং কর্ণার এর মালিকের পুত্র সাইফুল ইসলাম কে গুলি গুলি করেছে বলে জানা গেছে। এলাকার টপ টেরর ত্রাস মোহাম্মদ সেলিম উরফে সেলিম ডাকাত মধ্যরাতে দোকানের গিরিল ফাক করে উপর্যপরি গুলি করলে রক্তাক্ত অবস্থায় দোকানের মেজেতে ঢুলে পড়ে । তার আত্মীয়-স্বজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাইফুলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করার প্রস্তুতি চলছে বলে জানায় তার পরিবার। সাইফুলের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে সাইফুল কুলিং কর্ণার এর ভিতর ঘুমানোর সময় রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের পূর্ব শত্রুতার জের ধরে দোকানের গ্রীল ফাক করে গুলি চালায়। এতে গুরুতর আহত হয় সাইফুল। বর্তমানে গুলিবিদ্ধ সাইফুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উল্লেখ্য মোহাম্মদ সেলিম প্রকাশ সেলিম ডাকাত সম্প্রতি কিছুদিন আগে জেল থেকে বের হয় তার বিরুদ্ধে ডাকাতি অস্ত্র হাইজেক লুটপাটসহ অসংখ্য মামলা রয়েছে। উনচিপ্রাং এর একটি প্রভাবশালী মহল তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছিল বলে। অভিযোগ করেছে তার পরিবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana