উনছিপ্রাং দারুল ইরফান মাদ্রাসায় কোষ্টট্রাষ্ট্রের মানবাধিকার ও সামাজিক সংযোগ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত
আজ ২১-১০-২০২০ ইংরেজি ইউএনএইচসিআর-এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট কর্তৃক যথাযত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে “উনচিপ্রাং দারুল ইরফান জামে মসজিদের” ইমাম, মোয়াজ্জিন, খতিব ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে উনচিপ্রাং দারুল ইরফান মুহিউচ্ছুন্নাহ মাদরাসার হল রুমে মসজিদের জুমার খুতবায় উভয় কমিউনিটির মধ্যে সামাজিক সংযোগ বৃদ্ধির বার্তা প্রচারের জন্য মানবাধিকার ও সামাজিক সংযোগ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইরফান জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব মাওলানা রশিদ আহমদ। সভাপতির দায়িত্ব পালন করেন অত্র মসজিদ কমিটির সহ-সভাপতি জনাব মাওলানা ক্বারী আবুল হোসেন। কোস্ট ট্রাস্টে সামাজিক সংযোগ প্রকল্পের প্রতিনিধি নুর মোহাম্মদের এর সঞ্চালনায় অনুষ্ঠানে মানবাধিকার ও সামাজিক সংযোগ বৃদ্ধির উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করেন জনাব নেজাম উদ্দিন। আলোচনা সভায় উপস্থিতি বক্তব্যের মধ্যে বক্তারা রোহিঙ্গা ও স্থানীয় মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সামাজিক সংযোগ বৃদ্ধি করা যায় তার উপর মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক মাওলানা শামসুল আলম, সাংবাদিক তাহের নাঈম সহ উক্ত জামে মসজিদের ব্যবস্থা কমিটির সদস্যবৃন্দ। আলোচনায় বক্তারা বিশদ আলোচনা শেষে সমস্যা ও তার প্রতিকার সুপারিশ আকারে তুলে ধরেন।
Leave a Reply