রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
উনছিপ্রাং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোস্ট ট্রাস্টের রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মানবাধিকার ও সামাজিক সংযোগ বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
অদ্য ১৩-১০-২০২০ ইংরেজি মঙ্গলবার ইউএনএইচসিআর-এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট কর্তৃক যথাযত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে উনচিপ্রাং বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে উনচিপ্রাং প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মানবাধিকার ও সামাজিক সংযোগ বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ সভাপতি জনাব তাহের নাঈম। সভাপতির দায়িত্ব পালন করেন জনাব আবুল কাসেম। কোস্ট ট্রাস্টে সামাজিক সংযোগ প্রকল্পের প্রতিনিধি মোঃ ইউনুছ এর সঞ্চালনায় অনুষ্ঠানে মানবাধিকার ও সামাজিক সংযোগ বৃদ্ধির উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করেন জনাব আহম্মদ উল্লাহ। আলোচনা সভায় উপস্থিতি বক্তব্যের মধ্যে বক্তারা রোহিঙ্গা ভাসমান ব্যবসায়ী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সামাজিক সংযোগ বৃদ্ধি করা যায় তার উপর মতামত ব্যক্ত করেন।
আলোচনা সভায় বক্তারা,রোহিঙ্গাদের অবাধ চলাফেরার উপর নজরদারী,শান্তিপূর্ণ প্রত্যাবাসন, অশান্ত রোহিঙ্গা ক্যাম্প সমুহে শান্তি শৃংখলা ফিরিয়ে আনার উপর গুরুত্বারূপ করেন।#
Leave a Reply