শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সাধারণ নির্বাচনে দেশের মানুষ অবশ্যই আওয়ামী লীগকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভারত সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে জনগণ অবশ্যই আওয়ামী লীগকে ভোট দেবে। আর তারা না চাইলে কিছু করার নেই। এটা তাদের ইচ্ছা।”
তিনি বলেন, নতুন রাজনৈতিক জোট গঠনে কোনো ভুল নেই কারণ তার দল আগামী সাধারণ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায়।
শেখ হাসিনা বলেন, “আমরা চাই সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। কেউ যোগদান না করলে তা সংশ্লিষ্ট (রাজনৈতিক) দলের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কিন্তু আমরা সাংবিধানিক প্রক্রিয়া বন্ধ করতে পারি না। সংবিধানের সঙ্গে সঙ্গতি রেখে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে।”
ডেক্স রিপোর্টঃ-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ৫ সেপ্টেম্বর নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী
তিনি মোদির সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেন ও পৃথকভাবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং দেশটির ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখরের সাথে দেখা করেন।
সফরকালে ঢাকা ও দিল্লি কুশিয়ারা নদীর পানি বণ্টনসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা প্রদর্শন করে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
অন্যান্য সমঝোতা স্মারকগুলো মহাকাশ প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলওয়ে, বিচার বিভাগ এবং সম্প্রচারের ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত।
Leave a Reply