সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন

উলুবনিয়ায় মাদক ও সীমান্তের চোরাচালান বন্ধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উলুবনিয়ায় মাদক ও সীমান্তের চোরাচালান বন্ধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টেকনাফের উলুবনিয়ায় মাদক ও সীমান্তের চোরাচালান বন্ধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত::

হোয়াইক্যং ইউনিয়ের ১নং ওয়ার্ডস্থ উলুবনিয়া সচেতন নাগরিক ফোরামের ব্যানারে।।
সীমান্তে অবৈধ মাদক ও চোরাচালান বন্ধে শীর্ষক।।
এক আলোচনা সভা এবং সভা শেষে র‍্যালির আয়োজন করা হয়েছে।

১৫.০১.২০২২ রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় উলুবনিয়া জামান সখিনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উলুবনিয়া বাইতুল মামুর জামে মসজিদের ঈমাম মাওলানা নুরুল ইসলাম।

মিজানুর রহমান এর সঞ্চালনায়,
১নং ওয়ার্ড থেকে নির্বাচিত মেম্বার আলহাজ্ব জালাল আহাম্মদের সভাপতিত্বে,
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ সিকদার।এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,উলুবনিয়া জামান সখিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিঠির সভাপতি জনাব আবু বক্কর মুন্সী, বিশিষ্ট সমাজ সেবক জনাব সাইফুল ইসলাম সাব্বির মুন্সী, জনাব আলহাজ্ব মোহাম্মদ কবির, নাগরিক ফোরামের সভাপতি আলহাজ্ব জাফর আলম সর্দার, সহ-সভাপতি আলহাজ্ব নুর আহাম্মদ সর্দার, সাধারণ সম্পাদক মনির আলম, জনাব এইচ এম ফারুক শরীফ, এবং, আরটিভির টেকনাফ প্রতিনিধি, সাংবাদিক নুরতাজুল মোস্তফা শাহিন শাহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন,বর্তমান সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
নতুন প্রজন্মের জন্য ‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার সম্পর্কে সমাজের সর্বস্তরের জনসাধারণকে অবহিত করা,এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলে গণজাগরণ সৃষ্টি করার আহ্বান জানানো হয়।

সভায় ১নং ওয়ার্ড ও উলুবনিয়া গ্রামের বিভিন্ন পেশাজীবি বিপুল মানুষের উপস্তিতির পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

উল্লেখ্য যে,সভার শুরু থেকেই গ্রামের কয়েকটি সামাজিক সংগঠনের পাশাপাশি( উলুবনিয়া ফ্রেন্ডসক্লাব ) নিজস্ব অর্থায়নে মাদক বিরোধী বিভিন্ন স্লোগান এর প্লেকার্ড প্রদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana