বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন
অতিরিক্ত পুলিশ সুপারসহ কক্সবাজার জেলা পুলিশে নতুন করে সাত কর্মকর্তা পদায়ন হয়েছেন।
সোমবার রাতে পুলিশ মহাপরির্দক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এতে জানানো হয়, পুলিশ হেড কোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পঙ্কজ বড়ুয়াকে কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেড কোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলামকে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. জাহেদুল ইসলামকে মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার, সিএমপির সহকারী পুলিশ কমিশনার কাজী শাহাবুদ্দীন আহমেদকে কক্সবাজার ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে মো. রফিকুল আলম এবং খাগড়াছড়ি ডিএসবির খন্দকার গোলাম শাহনেওয়াজকে ডিএসবির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, একই দিন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার ৭ শীর্ষ কর্মকর্তাকে একযোগে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী জেলা পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে আসছেন ঝিনাইদহ জেলা পুলিশের এসপি মোহাম্মদ হাসানুজ্জামান। এ পর্যন্ত জেলা পুলিশের শীর্ষ আট কর্মকর্তাকে বদলি করা হলো।
Leave a Reply