সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
এপিবিএন পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্র সহ রইক্ষ্যং এর দুই যুবক
রমজান উদ্দিন পটল::
অদ্য ০৪ মার্চ ২০২১ ইং বৃহঃপতিবার হোয়াইক্যং ইউপির উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্প এর বি/৩ ব্লক এর ব্র্যাক লানিং স্কুলের সামনে ঘুরাফিরার সময় সাধারণ রোহিঙ্গাদের মাধ্যমে শাহাব উদ্দিন (৩৫) এবং শাহ আলম (৩৫) নামের দুই বাঙ্গালী যুবক কে একটি দেশীয় অস্ত্র সহ আটক করে ১৬ এপিবিএন পুলিশ ক্যাম্পে সোপর্দ করে । স্থানিয় রইক্ষ্যং এলাকার বাসিন্দারা জানায়, আটককৃত দুজনই মাদকের সাথে ইয়াবা লুটপাটের সাথে জড়িত। তবে অস্ত্র সহ ধরা পড়ার বিষয়টি আরো তদন্তের দাবী রাখে।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, আটককৃত আসামী মোঃ শাহআলম কিছু দিন আগে ইয়াবা মামলায় জেল থেকে ছাড়া পায়।জেল থেকে আসার পর স্হানীয় কিছু লোকজনকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা ব্যাবসা চালিয়ে আসছিল বলে জানা যায়। আটক কৃতরা হচ্ছে-মোঃ শাহাব উদ্দিন (৩৫)পিতা: মৃত মনসুর আলম সাং: রইক্ষং উত্তরপাড়া,থানা: টেকনাফ
জেলা: কক্সবাজার, মোঃ শাহ আলম (৩৫)
পিতা: মোঃ ইসলাম মিয়া,সাং: রইক্ষং,ইউপি: হোয়াইক্যং,থানা: টেকনাফ জেলা: কক্সবাজার। ধৃত দুই আসামীর বিরুদ্ধে থানায় অস্ত্র মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।#
Leave a Reply