ডেস্ক রিপোর্ট ::
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে তাদের ভাত খাওয়ানোর ছবি প্রকাশ করাকে ‘জাতির সঙ্গে মশকরা’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদের উদ্দেশে আদালত বলেন, আপনি (ডিবি প্রধান) অফিসারের রুমে কাটা চামচ দিয়ে খাবার খাওয়াচ্ছেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এটি কি জাতির সঙ্গে মশকরা নয়? আপনাকে এসব কে করতে বলেছে ? কেন করলেন এগুলো? এভাবে জাতির সঙ্গে মশকরা কইরেন না ! যাকে নেন ধরে, একটি খাবার টেবিলে বসিয়ে দেন! গতকাল সোমবার একটি রিট শুনানিকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলনের ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি প্রদান এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিকালে আদালত উপরোক্ত মন্তব্য করেন।
রিটের শুনানি শুরু হয় বেলা দেড়টার দিকে। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন এবং ব্যারিস্টার অনীক আর হক। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ। এ ছাড়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রায় শুনানিকালে উপস্থিত ছিলেন। রিটের বিষয়ে আদেশের জন্য আদালত আজ (মঙ্গলবার) তারিখ ধার্য রেখেছেন।।