রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়নের অধিকার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এনজিও এমএসএফ বেলজিয়ামের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে৷
রবিবার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থাইংখালী স্টেশন প্রাঙ্গনে পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির অাহবায়ক লায়ন ইঞ্জিঃ রবিউল হোছাইন এর সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়৷
কর্মসুচিতে বক্তব্য রাখেন, সদস্য সচিব আব্দুল গফুর নান্নু, কমিটির সিনিয়র যুগ্ম অাহবায়ক তাহিজুল আক্তার জুয়েল, কামাল হোসেন, জসীম উদ্দিন, এতমিনানুল হক, নুরুল কবির, এরশাদুল হক, নুরুল আবছার সাজু, আব্দু সাত্তারসহ প্রমুখ৷
কর্মসূচিত বক্তরা বলেন, এমএসএফ- বেলজিয়াম ২৮৬ জন রোহিঙ্গাদের নিয়ে ক্যাম্প ১৪ ও ১৫ তে স্বাস্থ্য সেবা চালিয়ে যাচ্ছে, যেটি আরআরআরসি ও এনজিও ব্যুরো নিয়ম পরিপন্থী।
এ বিষয়ে শরণার্তী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশণার শাহ্ রেজওয়ান হায়াত এ প্রতিবেদক কে জানান, অধিকার বাস্তবায়ন কমিটির অভিযোগের কফি অামরা পেয়েছি, অামরা সংশ্লিষ্ট এনজিও কে স্থানীয়দের অগ্রধিকার দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছি৷
প্রতিবাদ কর্মসূচিতে বক্তরা অারো বলেন, রোহিঙ্গাদের চাকুরী থেকে বাদ দিয়ে স্থানীয়দের চাকুরীতে অগ্রাধিকার দেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য কঠোর কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা করেন৷
Leave a Reply