শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন
মোঃ আলমগীর, টেকনাফ :::
মানবিকতার অন্যন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার বদি এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি টেকনাফে সদ্যজাত পাগলীর কন্যা শিশুটিকে নিজের মেয়ে হিসেবে দত্তক নিয়ে নিলেন।
সাংসদ দম্পতি পাগলীর কন্যা শিশুটিকে নিজের মেয়ে হিসেবে দত্তক নিয়ে বিরল এক ঘটনার জন্ম দিলেন।
ইতিমধ্যে সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদিকে পিতা এবং বর্তমান এমপি শাহিন আক্তারকে মাতা উল্লেখ করে টেকনাফ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নাগরিক হিসেবে দত্তক নেওয়া শিশুটির জন্ম নিবন্ধন সম্পাদন করা হয়েছে।
শিশুর নাম রাখা হয়েছে মরিয়ম জারা।
মহা এক ভাগ্যবতি বেওয়ারিশ এই শিশুটি।
২৫ অক্টোবর (রোববার) এমপি বদির একমাত্র ছেলে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সহ সভাপতি ছাত্রনেতা আব্দুল্লাহ শাওন আরমান ফেইসবুকে বোন পেয়েছেন বলে শুকরিয়ার আদায় করেন।
পিতার মত মানবিকতায় তরুণ ছাত্রনেতা শাওন বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন বলেই দত্তক নেওয়া শিশুটিকে নিজের বোন হিসেবে অকপটে স্বীকৃতি দিলেন।
ফুটফুটে অসহায় শিশুটিকে কেউ বাবার স্বীকৃতি না দিলেও গরীবের বন্ধু কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি বাবা এবং বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার বদি মায়ের স্বীকৃতি দান করলেন।
এতে করে নিষ্পাপ কন্যা শিশুটি সেরা পিতা এবং সেরা মাতা পেলেন।
এমপি দম্পতি শাহীন-বদি (পিতা-মাতা) এবং পরম আদরে মরিয়ম জারা একদিন আলোকিত মানবিক নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি আবারো প্রমাণ করলেন মানবিতায় তিনি সবার সেরা। জয় হোক মানবিকতার: জয় হোক মরিয়ম জারার।
Leave a Reply