শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন
ময়মনসিংহে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর মাসকান্দা এলাকায় সওদাগর ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদ ছিল ওজনে কম দিয়ে ডিজেল, পেট্রল, অকটেন বিক্রি করছে সওদাগর ফিলিং স্টেশন। পরে অভিযান চালিয়ে ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই ময়মনসিংহ অফিসের পরিদর্শক ও মেট্রোলজি বিভাগের প্রকৌশলী জয়দেব রাজ বংশী, ফিল্ড অফিসার প্রকৌশলী মো. নজরুল ইসলাম।
Leave a Reply