মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন
কক্সবাজার সদর উপজেলায় একটি ট্রলার থেকে সাত বস্তায় প্রায় ১৪ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় পাচারে জড়িত থাকায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার চৌফলদণ্ডী এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ ইয়াবার ওই বড় চালানটি জব্দ করে।
কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়।
আটককৃত ২ জনের মধ্যে ১জন শহরের উত্তর নুনিয়ারছড়ার তিন রাস্তার পাশের বাসিন্দা জহিরুল ইসলাম ফারুক। সে স্থানীয় নজরুল ইসলাম এবং ঝিলংজা ইউপির সাবেক মেম্বার রাজিয়া বেগমের ছেলে। অপরজনের নাম পাওয়া যায়নি এখনো।
অভিযানে একটি নৌকা থেকে ইয়াবা ভর্তি সাতটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো থেকে ১৪০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে ইয়াবা রয়েছে।
Leave a Reply