বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
কক্সবাজারের রামুতে অপহরণের শিকার হওয়া চার শিক্ষার্থীর মধ্যে তিনজনকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় অপহরণ চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার শালবন পাহাড় থেকে মোহাম্মদ কায়সার নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করে র্যাব। পরে একই পাহাড় থেকে জাহিদুল ইসলাম মামুন এবং মিজানুর রহমান নয়নকে উদ্ধার করে এপিবিএন।
র্যাব-১৫-এর হোয়াইক্যাং ক্যাম্পের ইনচার্জ মেজর ফারাবি এবং ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরেক শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন র্যাব ও এপিবিএনের কর্মকর্তারা।#
Leave a Reply