শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন
কক্সবাজার জেলায় সরকারি এলপি গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম ৭৫০ টাকা নির্ধারণ করা হলো। আজ ১৩ অক্টোবর জেলা প্রশাসন ও এলপি গ্যাস ব্যবসায়ীদের মধ্যে সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে এক্ষেত্রে ক্রেতাকে নিজ বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস নিয়ে যাওয়ার খরচ বহন করতে হবে।
অনুষ্ঠিত সভায় এলপি গ্যাস ব্যবসায়ীরা সাম্প্রতিক সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক হয়রাণির চিত্র তুলে ধরে বলেন, কক্সবাজার পর্যন্ত পৌঁছতে একটি সিলিন্ডারের পেছনে তাঁদের প্রায় ৭০০ টাকা পর্যন্ত খরচ হয়। এমন অবস্থায় সরকার নির্ধারিত ৬০০ টাকা মূল্যে গ্যাস বিক্রি করা সম্ভব নয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহজাহান আলী বলেন, ব্যবসায়ীদের ভোক্তাদের কথাও বিবেচনায় রাখতে হবে। তিনি পাইকারি বিক্রেতাদের ৬৮০ থেকে ৭০০ টাকা এবং খুচরো বিক্রেতাদের ৭৫০ টাকায় গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশ দেন। এর ব্যতিক্রম হলে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইমরান হোসাইন, ক্যাব নেতা সোহেল আহমদ, জেলা এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার কামাল সিকদার, সাধারণ সম্পাদক গোলাম আরিফ লিটনসহ এলপিজি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে কক্সবাজার জেলা এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার কামাল সিকদার বলেন, কষ্ট হলেও প্রশাসনের নেয়া সিদ্ধান্ত আমাদের মানতে হবে। জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত দামেই সমিতির সদস্যরা গ্যাস বিক্রি করবেন। এই সিদ্ধান্তের কথা তিনি সমিতির সব সদস্যের মধ্যে পৌঁছে দেবেন বলেও জানান।
Leave a Reply