শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
কক্সবাজারে হাইওয়ে পুলিশ কর্তৃক অভিনব কায়দায় পরিবহনকালে ইয়াবাসহ যুবক গ্রেফতার
গতকাল ১২/০৬/২০২৩ খ্রিঃ তারিখ সন্ধা অনুমানিক ১৮.৪০ ঘটিকায় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার এটিএসআই/জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করাকালে উখিয়া থানাধীন কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের গয়ালমারা টার্নিংয়ে রাস্তার উপর কক্সবাজারমুখী একটি ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) উল্টা ঘুরিয়ে পালানোর সময় চালক মোঃ মাইন উদ্দিন (২৫) পিতা-গুরামিয়া, মাতা- মোছাঃ ছবুরা বেগম,সাং-উলচামরী হ্নীলা, থানা-টেকনাফ,জেলা- কক্সবাজার’কে শাহপুরী আটক করে আটককৃত যুবকের ব্যাটারী চালিত ইজিবাইক এর ড্রাইভিং সিটের উপরে চালের সঙ্গে লাগানো অবস্থায় রাখা ২টি রাবারের সেন্ডেলের ভিতরের বিশেষ কায়দায় লুকানো অবস্থায় প্রতিটি সেন্ডেলে ১০০০ করিয়া মোট ২০০০(দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট (যার মুল্য অনুমান ২,০০০×৩০০=৬,০০,০০০/- ছয় লক্ষ টাকা ও জব্দকৃত ব্যাটারী চালিত ইজিবাইক যাহার মূল্য অনুমান-১,২০,০০০/- এক লক্ষ বিশ হাজার টাকা) উদ্ধারপুর্বক জব্দতালিকা মুলে জব্দ করা হয়।
আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান।
Leave a Reply