বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০০ অপরাহ্ন
কক্সবাজারের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ কর্তৃক ২২শ পিস ইয়াবা সহ আটক-১, টমটম জব্দ প্রেস বিজ্ঞপ্তি::
অদ্য ১৭/০৮/২০২৩ ইং তারিখ ১১৩০ ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম সংগীয় ফোর্সসহ মহাসড়কে নিয়মিত চেকপোস্ট ডিউটি কালে টেকনাফ থানাধীন রঙ্গীখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজ এর সামনে চেকপোস্ট দেখে পালানোর সময় কক্সবাজার – টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর একটি ইজি বাইক (মিনি টমটম) ও চালককে আটকপূর্বক তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে টমটম চালক এর সিট এর নীচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কচ টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। উক্ত প্যাকেট খুলে ১১টি নীল রং এর জিপার ব্যাগ পেয়ে স্বাক্ষীদের উপস্থিতিতে উক্ত ১১টি জিপার ব্যাগ খুলে প্রতিটিতে ২০০ পিস করে মোট ২২০০ (দুই হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে পরিবহনের কাজে ব্যবহৃত টমটমসহ জব্ধ করা হয়। অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে টমটম চালককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী তার নাম মোঃ ইউনুস আলী (৩৪), পিতা- রুস্তম আলী, মাতা- হাজেরা খাতুন, সাং- উলুচামারী, ওয়ার্ড নং- ০৬, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার মর্মে প্রকাশ করে। জব্ধকৃত ইয়াবার আনুমানিক মূল্য (২২০০×৩০০) ৬৬০০০০/- (ছয় লক্ষ ষাট হাজার ) টাকা এবং টমটম এর মূল্য অনুমান ১৫০০০০/- (এক লক্ষ পঞ্চাশ) টাকা। টেকনাফ থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের কর্তব্যরত অফিসার।
Leave a Reply