শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তিঃ-
২০০৩ সালে এস এস সি বছরটিতে লুকিয়ে আছে অনেক স্মৃতি ও সুখ—দুঃখ গাথা কথামালা। স্কুল জীবনের দস্যিপনা, হাসি—ঠাট্টা ও না বলা অনেক কথা জড়িয়ে রয়েছে ওই বছরকে ঘিরে। বর্তমানে শিক্ষা জীবন শেষ করে কচিকাচা সেই কিশোরগুলো সামাজিক ও কর্মক্ষেত্রে অভাবনীয় অবদান রেখে চলেছে।
কক্সবাজার শহরে সৈকত তীরে বসেছিল এসএসসি ২০০৩ ব্যাচের মিলন মেলা। কক্সবাজার জেলা শাখার উদ্যোগে “ব্যাক টু স্কুল” শিরোনামে এ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। শনিবার বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। র্যালী শেষে পুণর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন।
পর্যটন মোটেল শৈবালে জেলার ৫২টি স্কুলের প্রায় ৭শতাধিক সহপাঠী এতে পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। স্কুলে পড়াকালীন স্মৃতিচারণ ,স্কুল পালিয়ে আড্ডা, খুনসুটিসহ নানা আয়োজনে মুখর ছিলো সহপাঠীরা।
সংগঠনের সমন্বয়কারী সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পূণর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজনের প্রধান সমন্বয়ক জিয়া, লিটন ও খালেদ সহ আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ আশরাফ সিদ্দিকী, প্রভাষক জোৎস্না ইয়াসমিন ও আবদুর রহমান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষণীয় র্যাফেল ও পুরস্কার বিতরণের মাধ্যমে বৃহৎ এই মিলনমেলার সমাপ্তি ঘটে।
Leave a Reply