সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশেপাশের এলাকা থেকে ৪৪৩ রোহিঙ্গাকে আ্টক করেছে পুলিশ। আটকদের মধ্যে নারীও রয়েছে। তবে বেশিরভাগই শিশু-কিশোর। আজ বুধবার (৪ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকত থেকে টুরিস্ট পুলিশ ও আশপাশের এলাকা হতে জেলা পুলিশ এসব রোহিঙ্গাদের আটক করে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।
ওসি জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় বেশকিছু রোহিঙ্গা বালিয়াড়ি ও আশপাশে ঘুরছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৪৪৩ রোহিঙ্গাকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। এদের মাঝে নারীও রয়েছে। তবে, শিশু-কিশোরের সংখ্যাই বেশি। এদের ক্যাম্পের বাইরে যাবার কথা ছিল না। এতো সংখ্যক রোহিঙ্গা নারী-শিশু ক্যাম্প ছেড়ে বালিয়াড়ি ও আশপাশে ঘুরা শংকিত করে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, সৈকতের বালিয়াড়িতে বিচরণরত কিছু রোহিঙ্গা বালক ও নারীদের আটক করে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে কিছু রোহিঙ্গা সৈকতে আসা পর্যটকদের কাছে ভিক্ষাবৃত্তি করে বিরক্ত করছিল। আর বালকরা ক্যাম্প থেকে কৌশলে বেরিয়ে বালিয়াড়িতে আসে।
Leave a Reply