বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ::
করোনার দীর্ঘ বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার ম্যাচটা উৎসবে রঙিন করেছিল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে নেপালকে ২-০ গোলে হারায় জামাল ভূঁইয়ারা। দ্বিতীয় ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূঁইয়া তো প্রথম ম্যাচের চেয়ে আরো ভালো ফুটবল খেলার প্রত্যয়ের কথা বলেছেন।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে জামাল প্রথম ম্যাচের কাটাছেঁড়া করলেন। তার মতে প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে ভালো খেলতে পারেননি তারা।
৩০ বছর বয়সী মিডফিল্ডার বলেন, ‘আগের ম্যাচে প্রথমার্ধ ভালো ছিল। দ্বিতীয়ার্ধে আমি ১০-১৫ মিনিট খেলছি। প্রথমার্ধ দারুণ ছিল, দ্বিতীয়ার্ধে কষ্ট করতে হয়েছে। ’
দ্বিতীয় ম্যাচে তাই দুই অর্ধেই ভালো খেলতে চান জামাল, ‘শুধু প্রথমার্ধে ভালো খেললে চলবে না। দুই অর্ধেই ভালো খেলতে হবে। আগামীকাল সেটাই আমাদের লক্ষ্য।
’
যোগ করে বলেন, ‘তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দল কেমন খেলেছে। সে হিসেবে প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি। ’
বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডে করোনাভাইরাসে আক্রান্ত। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তাই ডাগ আউটে দেখা যাবে তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসকে।
এদিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নেপাল দলে একক দক্ষতা সম্পন্ন খেলোয়াড় রয়েছে। তবে ম্যাচটি তাদের জন্যও চ্যালেঞ্জের। কাতারের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ এ ম্যাচে জয়লাভ করতে চায়।
Leave a Reply