মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
আরাফাত সানী, টেকনাফ :
করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ ৫৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্টগার্ড।
বুধবার সকালে কক্সবাজারের টেকনাফ, শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে স্টেশনে এক যোগে এই ত্রাণ বিতরন করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন টেকনাফ স্টেশানের উদ্যোগে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগীতায় করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কালে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় কোস্ট গার্ড টেকনাফ স্টেশান কামান্ডার লেঃ কমান্ডার মীর ইমরান উর রশিদ বলেন, মাদক ও চোরাচালান দমনের পাশাপাশি কোস্টগার্ড দু:স্থ অসহায়ের পাশে থেকেছে সবসময়। তারই ধারাবাহিকতায় করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া উপকূলীয় এলাকার ৫৫০ পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এর সহযোগিতায় ত্রাণের চাল বিতরণ করা হয়েছে । এ সময় সেন্টমাটিন স্টেশান কামান্ডার লেঃ কমান্ডার রাসেল মিয়া উপস্থিত ছিলেন।
Leave a Reply