শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
করোনা মহামারিকে কেন্দ্র করে আরোপিত বিধি-নিষেধের বেশিরভাগই প্রত্যাহার করে নিচ্ছে সৌদি আরব।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে রবিবার (৭ মার্চ) এসব কড়াকড়ির অবসান হবে।
করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে গত বছর থেকেই সৌদি আরবে বিভিন্ন বিধি-নিষেধ জারি রয়েছে। তবে এবার এগুলোর বেশিরভাগই প্যত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ সূত্রে জানা গেছে, রবিবার থেকে ইনডোর ডাইনিং, সিনেমা হল ও বিনোদনমূলক কার্যক্রম ও ইভেন্টগুলো সচল হচ্ছে।
তবে বিয়ের অনুষ্ঠান ও করপোরেট বৈঠকের মতো কিছু কার্যক্রম নিষিদ্ধ থাকবে। সামাজিক জমায়েত সর্বোচ্চ ২০ জনের মধ্যে সীমিত রাখা হবে।
Leave a Reply