শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন

কানজরপাড়া তা’মীরুল উম্মাহ বালিকা মাদরাসার একাডেমিক ভবন উদ্বোধন

কানজরপাড়া তা’মীরুল উম্মাহ বালিকা মাদরাসার একাডেমিক ভবন উদ্বোধন

কানজরপাড়া তা’মীরুল উম্মাহ বালিকা দাখিল মাদরাসার একাডেমিক ভবন উদ্বোধন

বার্তা পরিবেশক::ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন অন্তর্গত কানজরপাড়া ইমামনগরস্থ তা’মীরুল উম্মাহ বালিকা দাখিল মাদরাসার নবনির্মিত নিজস্ব একাডেমিক ভবন অদ্য ০২ অক্টোবর সকাল ১১ ঘটিকায় শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। সদ্য নির্মিত ভবন উদ্বোধন করেন দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী সর্ববৃহত প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ আল-জামেয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ হ্নীলার শায়খুল হাদীস, আল্লামা মুফতী আব্দুশ শাকুর হাবীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য জনাব এম. এ. রশিদ হাবীব, উনচিপ্রাং মাদরাসা দারুল ইরফান মুহিউস সুন্নাহ প্রকাশ উনছিপ্রাং বড় মাদরাসার পরিচালক, মাওলানা শামসুল আলম, সহকারী পরিচালক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা তাহের নাঈম, কক্সবাজার মা’হাদুল ইলমীর পরিচালক শায়খ আব্দুল করিম, ইমাম বুখারী মাদরাসার সম্মানিত শিক্ষা পরিচালক শায়খ মাওলানা জাফর সাদেক ও দাতা সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ। এতে
সভাপতিত্ব করেন, ইমাম বোখারী মাদরাসা ও তামীরুল উম্মাহ বালিকা দাখিল মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক, মাওলানা মুহাম্মদ সাজেদ হাবীব আল-মাদানী।


বক্তারা মাদরাসার মনোরম, সুন্দর পরিবেশের কথা তুলে ধরে বলেন,
বর্তমান বেপর্দা বেহায়পনার যুগে সভ্য ও ইসলামি আদর্শ সমাজ বিনির্মানে মহিলাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত হিসাবে গড়ে তুলতে মহিলা মাদরাসার বিকল্প নেই। একজন আদর্শ মা সমাজ কে বদলে দিতে পারে। ইসলাম নারী শিক্ষায় অগ্রাধিকার দিয়েছে। তবে তা হতে হবে ইসলামী নিয়ম কানুন পরিপূর্ণরুপে অনুস্বরণ করে। উদ্বোধনী সভায় মাদরাসার ছাত্রীরা যৌথ ইসলামী সংগীত পরিবেশন করে। অনুষ্টানে শেষে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana