বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
কুতুবদিয়ার শীর্ষ সন্ত্রাসী মামুন অস্ত্রসহ পতেঙ্গা আটক
লিটন কুতুবী::
কুতুবদিয়ার শীর্ষ সন্ত্রাসী মামুনুর রশিদ প্রকাশ মামুন (২৫) গত ২৩ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম মেট্টো পতেঙ্গা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় ১৯/২১ (তাং- ২৩সেপ্টেম্বর/২১) মামলা রুজু হয় বলে পতেঙ্গা থানার ওসি কবির আহমদ নিশ্চিত করেন। আটক মামুন লেমশীখালী ইউনিয়নের ৯ নং ওয়াডের মৃত নাছির উদ্দিনের ছেলে এবং উক্ত ওয়াডের ভোটার। দীর্ঘদিন ধরে সে এলাকার বাইরে ছিল। তার স্বীকারোক্তি মতে গত ২০ সেপ্টেম্বর কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছিদ্দিক হাজির পাড়া কেন্দ্রে নির্বাচনে জনৈক এক মেম্বার প্রার্থীর অস্ত্রধারী কিলার হিসেবে কুতুবদিয়া অস্ত্র নিয়ে গিয়েছিল। পতেঙ্গা থানা পুলিশ আটক মামুনের দেয়া ঠিকানা সঠিক আছে কিনা তা জানার জন্য কুতুবদিয়া থানাকে দায়িত্ব দিলে থানার এএসআই আমান তার দেয়া ঠিকানাস্হলে গিয়ে তথ্য সঠিক পেয়েছেন বলে নিশ্চিত করেন।
Leave a Reply