মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে কক্সবাজার শহরে ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল কক্সবাজারে হাইওয়ে পুলিশ কর্তৃক ৩৬০০পিস ইয়াবাসহ গ্রেফতার-১ ইসলামী আন্দোলনের টেকনাফ উপজেলার উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত টেকনাফে মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ ধাপে ভুমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের বিষয়ে প্রেস ব্রিফিং হোয়াইক্যং পুলিশের অভিযানে মাদক মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক কান্জরপাড়ায় জমির বিরোধ নিয়ে থানায় অভিযোগ দেয়ায় প্রতিপক্ষের হামলায় আহত-১ হোয়াইক্যং কাটাখালীতে আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিতঃ ১ মার্চ পুনরায় প্রকাশ করা হবে চট্টগ্রাম ও কক্সবাজার ‘মাদকপ্রবণ অঞ্চল’ ঘোষণা করা হলে কী হতে পারে? পালংখালী ফারিয়ার পিকনিকে চট্টগ্রাম বিভাগ ফারিয়া সভাপতি আবু সুফিয়ান সংবর্ধিত

কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইউএনএইচসিআর-এর সহযোগিতায় উখিয়া ও টেকনাফ প্রেসক্লাবে সাংবাদিকদের সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৯.৪৫ পিএম
  • ১৮২ বার পঠিত

গুটি কয়েক খারাপ মানুষের জন্য পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে খারাপভাবে উপস্থাপন করাটা বাংলাদেশের জন্য শুভকর নয়।

সংবাদ বিজ্ঞপ্তি:
১০ এবং ১১ অক্টোবর, ২০২২ কক্সবাজারের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন, ইউএনএইচসিআর-এর সহযোগিতায় সামাজিক সংযোগ বৃদ্ধি প্রকল্পের আওতায় উখিয়া এবং টেকনাফ প্রেসক্লাবে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মোট ২৮ জন স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

২০১৭ সালে পর থেকে বাংলাদেশের উখিয়া এবং টেকনাফে বসবাসরত বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের বিষয়ে সংবাদ তৈরি, সংবাদ তৈরিতে প্রতিবন্ধকতা, উত্তরন এবং প্রত্যাবাসন বিষয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মুজিবুল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাইদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, টেকনাফ প্রেসক্লাবের সভাপতি ছৈয়দ হোসাইন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ, নুর মোহাম্মদ সিকদার, গফুর মিয়া চেীধুরী, হুমায়ুন কবির জুসান, রতন কান্তি দে, জসিম আজাদ, পলাশ বড়ুয়া, ওবাইদুল হক চৌধুরী, আবদুল্লাহ আল আজিজ, মোহাম্মদ ইবরাহিম মোস্তফা, ইমরান আল মাহমুদ, হুমায়ুন রশিদ, নাছির উদ্দিন রাজ, গিয়াস উদ্দিন ভূলু, রহমত উল্লাহ, মো: আব্দুলাহ মনির, জিয়াবুল হক, নুরুল হক, মো: আরাফাত সানি সহ আরো অনেকে।

সভায় কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মুজিবুল ইসলাম বলেন “আমরা প্রতিনিয়ত রোহিঙ্গা ইস্যুতে কোন না কোনভাবে সংবাদ করি, আমাদের খেয়াল রাখতে হবে মায়ানমার এবং আর্ন্তজাতিক মহল যেন আমাদের সংবাদ থেকে কোন ভুল ব্যাখা না নেয়। আমরা জানি রোহিঙ্গাদের মধ্যেও কিছু খারাপ মানুষ রয়েছে, তবে গুটি কয়েক খারাপ মানুষের জন্য পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে খারাপভাবে উপস্থাপন করাটা বাংলাদেশের জন্য শুভকর নয়। এতে করে মায়ানমার সরকারও রোহিঙ্গাদের নেতিবাচক হিসেবে উপস্থাপন করতে সুযোগ পাবে যা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বিলম্বিত করার সুযোগ তৈরি হবে”।

টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ছৈয়দ হোসাইন বলেন “প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্ব হওয়ার কারনে রোহিঙ্গা এবং স্থানীয়দের মধ্যে হতাশা বাড়ছে। রোহিঙ্গাদের আমরা চাইলেই তাদের নিজ দেশ মায়ানমারে ফেরত পাঠাতে পারি না। আর্ন্তজাতিক আইন মেনেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার চেষ্ঠা চেষ্টা অব্যাহত রেখেছে”
টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী বলেন “রোহিঙ্গা ইস্যুতে সংবাদ তৈরিতে কাজ থেকে প্রয়োজনীয় তথ্য পেতে জাতিসংঘ, বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থা এবং সাংবাদিকদের মধ্যে আরো যোগাযোগ বৃদ্ধি প্রয়োজন”।
উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাইদ মোহাম্মদ আনোয়ার বলেন, “রোহিঙ্গা ইস্যুতে সংবাদ তৈরিতে আমাদের সবসময় দেশের স্বার্থকে প্রথমে বিবেচনায় রাখতে হবে। দেশের ভাবর্মূতি ক্ষুণ্ণ হয় এইরকম সংবাদ তৈরি থেকে আমাদেরও বিরত থাকা উচিত। তিনি আরো উল্লেখ করেন সাংবাদিকরা সমাজের একটি গুরুত্বর্পূণ অংশ। তাদের অনেক প্রতিকুলতার মধ্যে কাজ করতে হয়। রোহিঙ্গা ক্যাম্পে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের সাংবাদিক ভাইদের প্রতিনিয়ত প্রতিকূলতার সম্মুখীন হতে হয়।
সভায় ইউএনএইচসিআর-এর সহকারী কমিউনিকেশন অফিসার মোস্তফা মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ কোস্ট ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

banglawebs999991
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs