শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

গেইল কেন একাদশের বাইরে?

গেইল কেন একাদশের বাইরে?

২০২০ সালের আইপিএলে ছয়টি ম্যাচ খেলা হয়ে গেলেও গেইলকে মাঠে নামাল না কিংস ইলেভেন পাঞ্জাব। ক্যারিবিয়ান দৈত্য কি না এখনও আইপিএলে ব্রাত্য! আর তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে।

আট দলের আইপিএল টেবিলে এখন মাত্র দুই পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে পাঞ্জাব। কিছুতেই গেইলকে খেলানো হচ্ছে না। এই নিয়ে প্রশ্ন তোলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারও।

বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নাকি ক্রিস গেইলের খেলা প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু অসুস্থ থাকায় শেষ মুহূর্তে ছিটকে যান স্বঘোষিত ‘ইউনিভার্স বস’।

বৃহস্পতিবারের ম্যাচে খেলার কথা থাকলেও কেন গেইল খেলতে পারলেন না খোলাসা করলেন কিংস ইলেভেন পাঞ্জাবের হেড কোচ অনিল কুম্বলে।

অনিল কুম্বলে জানান, ‘হায়দরাবাদের বিরুদ্ধে ক্রিস গেইলের খেলার কথা ছিল। কিন্তু ও অসুস্থ। ওর ফুড পয়জন হয়েছে তাই প্রথম একাদশে নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana