রবিবার, ২২ Jun ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
গাজা ভূখন্ড পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন জালিম নেতানিয়াহু।
গাজা থেকে অবরোধ তুলে নিতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ জোরদার হওয়ার মধ্যে নেতানিয়াহু এমন কথা বললেন।
ইসরায়েলের সেনাবাহিনী শুক্রবার নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। তারা খান ইউনিসের অধিবাসীদেরকে সোমবার অবিলম্বে এলাকা খালি করে দিতে বলেছে।
সেখানে নজিরবিহীন হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, তুমুল যুদ্ধ হচ্ছে। আমরা গাজার সব অংশ নিয়ন্ত্রণে নেব।
তিনি গাজায় হামাসের হাতে থাকা ৫৮ জিম্মিকে মুক্ত করাসহ হামাসকে বিনাশ করে ‘পুরোপুরি জয়’ অর্জনের অঙ্গীকার করেছেন।
একই সময়ে গাজায় সম্ভাব্য দুর্ভিক্ষ পরিস্থিতি এড়াতে খাদ্য সহায়তা পুনরায় শুরু করার সিদ্ধান্তও নিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক উদ্বেগের মুখে নেতানিয়াহু সেখানে কিছু পরিমাণে ত্রাণ ঢুকতে দিতে বাধ্য হয়েছেন।
দুই মাসের বেশি সময় ধরে গাজায় জারি থাকা ইসরায়েলি অবরোধ তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক মহল, এমনকি যুক্তরাষ্ট্র কাছ থেকেও ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।
এই প্রেক্ষাপটে মার্কিন সিনেটরদের উদ্দেশে নেতানিয়াহু বলেছেন, তারা বিশ্বে আমাদের সবচেয়ে ভাল বন্ধু। এই বন্ধুরা তাকে বলেছে যে, গাজায় মানুষের অনাহারের চিত্র ইসরায়েলের সমর্থন ক্ষুন্ন করছে এবং ইসরায়েল এমন এক চরম সীমায় পৌঁছে যাচ্ছে যেখানে তারা সমর্থন হারাতে পারে।
সেই কারণে গাজার যুদ্ধে জয় পাওয়ার জন্য কোনওভাবে ইসরায়েলকে এই সমস্যা সমাধান করতে হচ্ছে বলে নেতানিয়াহু তার সরকারের কট্টর-ডানপন্থিদের ব্যাখ্যা দিয়েছেন, যারা চাইছে গাজায় ত্রাণ বন্ধ রাখা হোক যাতে তা হামাসের কাছে পৌঁছতে না পারে।#
Leave a Reply