সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের ওপর নিম্নচাপ এলাকার নিম্নচাপ আরও ঘনীভূত হয়েছে। এতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
বর্তমানে দক্ষিণ-পূর্ব উপসাগর এবং আন্দামান সাগরে অবস্থিত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
অন্যদিকে, ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি রবিবারের (২০ মার্চ) মধ্যে ভালভাবে চিহ্নিত করা যাবে।
এটি সোমবারের মধ্যে ঘূর্ণিঝড় “অশনি”-তে পরিণত হবে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বরাবর কিছুটা দূরে সরে যাবে এবং মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানান, এখন ঝড়ের মাস। তাই নিম্নচাপটি পূর্ণাঙ্গ ঝড়ে পরিণত হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি।
Leave a Reply