বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক : চট্টগ্রামে টাকার বিনিময়ে ইয়াবার চালান পৌঁছাতে গিয়েই আনোয়ারায় ১লাখ ৪৬হাজার ইয়াবা, ২টি মোটর সাইকেল ও ব্যবহৃত মুঠোফোনসহ ৩জন মাদক কারবারীকে আটক করেছে।
২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৭টারদিকে মোটর সাইকেলযোগে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো: তারিক রহমানের নেতৃত্বে সঙ্গীয় সহকারী পুলিশ সুপার (আনোয়ার সার্কেল) মো: মফিজ উদ্দিন, পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদারসহ পটিয়া ও আনোয়ারা থানা পুলিশের একটি যৌথ দল আনোয়ারার কালাবিবির দিঘীর মোড় এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এসময় ২টি মোটর সাইকেলের আরোহীদের থামার সংকেত দিলে তারা মোটর সাইকেল রেখে দ্রুত দৌড়ে পলায়নের চেষ্টা করে। তখন ধাওয়া করে তাদের আটকের পর সাথে থাকা গাড়ি ২টির ব্যাকপ্যাকে তল্লাশী চালিয়ে ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা, ২টি মোটর সাইকেল এবং ব্যবহৃত ৫টি মোবাইলসহ হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবি চেকপোস্টের পূর্ব পাশের নুরুল হকের পুত্র মাহমুদুল হক (২৩), টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিলের সালেহ আহমদের পুত্র মোঃ ইব্রাহিম (২৬), খলিলুর রহমানের পুত্র জাহেদ হোসাইন (২৫) কে আটক করে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারীদের থানায় সোর্পদ করা হয়েছে।
Leave a Reply