শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
?পটিয়া মাদরাসার ঘটনা ন্যাক্কারজনক। যারা এ ঘটনায় ইন্ধন যুগিয়েছে, তারা যত বড় ব্যক্তিই হোন না কেন, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে।
? মাওলানা ওবায়দুল্লাহ হামযা ইত্তেহাদের মহাসচিব ও পটিয়া মাদ্রাসার বৈধ মুহতামিম। ২৮ অক্টোবর পটিয়া মাদ্রাসায় সংঘটিত হামলার ঘটনা নজিরবিহীন, এ ঘটনা পটিয়া মাদ্রাসার ইতিহাস-ঐতিহ্যকে ভূলণ্ঠিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তি:: চট্টগ্রামে শহরের মিয়াখান নগরে গতকাল শনিবার সকাল ১০ টায় জামিয়া মোজাহেরুল উলুমে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের (বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড) সাধারণ পরিষদ, মজলিসে শূরা ও পরীক্ষা কমিটির জরুরি যৌথ অধিবেশনে বোর্ডের সভাপতি, জামিয়া ইসলামিয়া পটিয়ার পৃষ্ঠপোষক ও মজলিসে শূরার সভাপতি আল্লামা সুলতান যওক নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধিবেশনে বোর্ডের অন্তর্ভুক্ত বিভিন্ন মাদ্রাসার ৩ শতাধিক প্রতিনিধি, বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মকর্তা, মজলিসে শূরার সদস্য ও দেশের শীর্ষ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আল্লামা সুলতান যওক নদভী বলেন, মাওলানা ওবায়দুল্লাহ হামযা ইত্তেহাদের মহাসচিব ও পটিয়া মাদ্রাসার বৈধ মুহতামিম। ২৮ অক্টোবর পটিয়া মাদ্রাসায় সংঘটিত হামলার ঘটনা নজিরবিহীন, এ ঘটনা পটিয়া মাদ্রাসার ইতিহাস-ঐতিহ্যকে ভূলণ্ঠিত করেছে। মাওলানা ওবায়দুল্লাহ হামযার বিরুদ্ধে অন্যায় হয়েছে, এর বিহিত ব্যবস্থা গ্রহণে তাকে সহযোগিতা করুন এবং পটিয়া মাদ্রাসার হেফাজতে সকলে কাজ করুন।
পটিয়া মাদসার মজলিসে শূরার সদস্য ও সুলতান আহমদ নানুপুরীর (র.) সাহেবজাদা আল্লামা এমদাদুল্লাহ নানুপুরী বলেন, মাওলানা ওবায়দুল্লাহ হামযার অপরাধ কী? আমি এখানে মাওলানা ওবায়দুল্লাহর পক্ষে কথা বলতে আসিনি, আমি একজন মজলুমের পক্ষে এসেছি। দোষীদের শাস্তি না হলে কওমি মাদ্রাসাসমূহ ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, পটিয়ার ঘটনা এখতেলাফ নয়, এটা হিংসুকদের হিংসা; এটা মেনে নেওয়া যায় না।
বোর্ডের সহ-সভাপতি ও জামিয়া ইসলামিয়া টেকনাফের মুহতামিম আল্লামা কেফায়েতুল্লাহ শফিক পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি আজিজুল হক’র (র.) আমলে অনুমোদিত বোর্ডের একটি উর্দু সংবিধানের কপি প্রদর্শন করে বলেন, ইত্তেহাদের কেন্দ্রীয় দপ্তর হবে পটিয়ায়, কিন্তু মজলিসে শূরা প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় দপ্তর পটিয়া মাদ্রাসার বাইরেও হস্তান্তর করতে পারবে।
জামিয়া সিলোনিয়া ফেনীর নায়েবে মুহতামিম আল্লামা মুফতি আহমদুল্লাহ কাসেমী বলেন, কওমি মাদ্রাসাসমূহ ধ্বংসের ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি দুষ্কৃতিকারী মহল উস্তাদদের সাথে বেয়াদবি করে নিজেদেরকে বিপ্লবী বলে জাহির করছে। তাদেরকে এখনই রুখে না দিলে কওমি মাদ্রাসাসমূহ ধ্বংস হয়ে যাবে। পটিয়ার ঘটনা ন্যাক্কারজনক। যারা এ ঘটনায় ইন্দন যুগিয়েছে, তারা যত বড় ব্যক্তিই হোন না কেন, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে।
ইত্তেহাদের জরুরি এ অধিবেশনে এক প্রস্তাবে সর্বসম্মতিক্রমে ২৮ অক্টোবর পটিয়া মাদ্রাসায় সন্ত্রাসী হামলা ও মহাপরিচালককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার ঘটনার নিন্দা করা হয়। ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
প্রস্তাবে ৩ নভেম্বর পটিয়া ডাক বাংলোয় পটিয়া মাদ্রাসার মজলিসে শূরার সিদ্ধান্তসমূহ অবিলম্বে বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। অধিবেশনে সিদ্ধান্ত হয়, চট্টগ্রাম শহরে অস্থায়ী কার্যালয় থেকে ইত্তেহাদের যাবতীয় কার্যক্রম অব্যাহত থাকবে ও যথানিয়মে বোর্ড পরীক্ষাও অনুষ্ঠিত হবে। অস্থায়ী কার্যালয় নির্ধারণ ও পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কার্যনির্বাহী পরিষদকে ক্ষমতা দেওয়া হয়। চট্টগ্রাম শহরে নিজস্ব জমিতে ইত্তেহাদের কেন্দ্রীয় দপ্তর প্রতিষ্ঠার প্রস্তাব পাশ হয় এবং প্রায় ৫০ লক্ষ টাকার একটি তহবিলও গঠন করা হয়।
অন্য এক প্রস্তাবে বোর্ডের নীতি-শৃঙ্খলাভঙ্গের দায়ে সিনিয়র সহ-সভাপতির পদ থেকে মুফতি হাফেজ আহমদুল্লাহকে অব্যাহতি দিয়ে আল্লামা ফুরকানুল্লাহ খলীলকে মনোনীত করা হয়।
বোর্ডের মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামযার স্বাগত বক্তব্যে শুরু হওয়া অধিবেশনে বক্তব্য রাখেন জামিয়া মোজাহের উলুমের মহাপরিচালক আল্লামা লোকমান হাকিম, ইত্তেহাদের সহ-সভাপতি ও জামিয়া পটিয়ার মজলিসে শূরার সদস্য আল্লামা মুফতি কেফায়েতুল্লাহ শফীক, আল্লামা ফরিদ উদ্দিন আল-মোবারক, ফেনী সিলোনিয়া মাদরাসার মুহতামিম আল্লামা সাইফুদ্দীন ও জামিয়া ইসলামিয়া পটিয়ার মজলিসে শূরার সদস্য আল্লামা এমদাদুল্লাহ নানুপুরী ও আল্লামা হাসান মুরাদাবাদী প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন ইত্তেহাদের সহ-সভাপতি আল্লামা ফুরকান উল্লাহ খলীল, আল্লামা হাফেজ সালাহুল ইসলাম, আল্লামা মুসলিম উদ্দীন, আল্লামা আফসার উদ্দীন চৌধুরী, আল্লামা মুফতি এনামুল হক, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুহসিন শরীফ, মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply