শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও চীন-রাশিয়ার সম্পর্ক আগের চেয়ে আরও মজবুত হবে। ল্যাভরভের বরাতে এ খবর প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা ইন্টারফেক্স।
ল্যাভরভ বলেন, দুই দেশের সহযোগিতা আরও মজবুত হবে। এই সময়ে পশ্চিমারা স্পষ্টভাবে সেসব ভিত্তিকে ক্ষুণ্ন করেছে, যার ওপর আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি রয়েছে। দুই শক্তিধর রাষ্ট্র হিসেবে আমাদের এই পৃথিবীতে কীভাবে চলতে হবে তা ভাবতে হবে।
এদিকে, ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কলে দীর্ঘক্ষণ আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিলে চীনকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বাইডেন। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে, ইউক্রেন যুদ্ধের সমর্থনে চীনের কাছে সামরিক সরঞ্জামের সহায়তা চেয়েছে রাশিয়া। সূত্র: বিবিসি
Leave a Reply