শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনাও করছেন অনেকদিন ধরে। তিনি অভিনয়ে যেমন জনপ্রিয়, তেমন নির্মাণের ক্ষেত্রেও মুন্সিয়ানা দেখিয়েছেন। সম্প্রতি এ অভিনেতা নির্মাণ করেছেন নাটক ‘হুলস্থুল টিভি’।
দুই বছর আগে নাটকটির নির্মাণ কাজ শুরু হয়। তবে নানা জটিলতায় সেটি প্রচারে আসতে বেশ বিলম্ব হয়েছে।
এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘অভিনয় ব্যস্ততার কারণেই আসলে নাটকটি এতদিন প্রচারে আসতে বিলম্ব হয়েছে। তবে এখন আবার এটির শুটিং নিয়ে ব্যস্ততা বাড়বে আমার। পুরো নাটকটিই সিরাজগঞ্জের বিভিন্ন লোকেশনে নির্মিত হচ্ছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’
অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসান জানিয়েছেন, খুব শিগগিরই প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় ধারাবাহিক নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।
এর বাইরে বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় ‘পিছুটান’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটক নির্মাণ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন জাহিদ হাসান। বর্তমানে ওই নাটকটির দ্বিতীয় লটের শুটিং চলছে।
Leave a Reply