বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

জেনে রাখুন,টেকনাফ পৌর নির্বাচন, কোন ওয়ার্ড বা কেন্দ্রে কত ভোট?

জেনে রাখুন,টেকনাফ পৌর নির্বাচন, কোন ওয়ার্ড বা কেন্দ্রে কত ভোট?

ডেস্ক রিপোর্ট :: টেকনাফ পৌরসভায় এবারে ৪ জন কাউন্সিলর বিনা প্রতিদন্ধিতায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। এরা হলেন সাধারণ ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এহেতেশামুল হক বাহাদুর, সাধারণ ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আবদুল্লাহ, সাধারণ ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মাওলানা মুজিবুর রহমান, সাধারণ ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মনিরুজ্জামান। বাছাইয়ে বাতিল ও প্রার্থীতা প্রত্যাহারের পর একক প্রার্থী হওয়ায় তাদেরকে বিনা প্রতিদন্ধিতায় বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
মেয়র পদে প্রার্থীর সংখ্যা দুইজন। একজন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত ও লাগাতার দুইবারের মেয়র হাজী মোহাম্মদ ইসলাম এবং অপরজন স্বতন্ত্র প্রার্থী সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল। তাঁর প্রতীক মোবাইল ফোন। পৌর এলাকা ঘুরে মেয়র পদে নৌকা ছাড়া অন্য কোন প্রতীকের পোস্টার বা প্রচারণা চোখে পড়েনি। সংরক্ষিত ৩টি আসনের মোট প্রার্থী ১০ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ২১ জনসহ সর্বমোট ৩৩ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬০৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৪১২ এবং মহিলা ভোটার ৭৭৭৩ জন।
সংরক্ষিত ১ নম্বর আসনে ৪ জন, রুবিনা আক্তার (আনারস), কুহিনুর আক্তার (জবা ফুল), ফিরোজা বেগম (টেলিফোন), ইয়াসমিন আক্তার (চশমা)। সংরক্ষিত ২ নম্বর আসনে ৪ জন, শামিমা আক্তার (জবা ফুল), জোসনা আক্তার (চশমা), লিলি আক্তার (টেলিফোন), দিলরুবা খানম (আনারস)। সংরক্ষিত ৩ নম্বর আসনে ২ জন নাজমা আলম (আনারস), আরেফা বেগম (টেলিফোন)।
সাধারণ ১ নম্বর ওয়ার্ডে ২ জন, দিল মোহাম্মদ (উটপাখি), শাহ আলম মিয়া (ডালিম), কেন্দ্র উপজেলা কমপ্লেক্স আদর্শ বিদ্যালয়, মোট ভোটার ১৭৭৫ জন। সাধারণ ২ নম্বর ওয়ার্ডে ৫ জন মো. আবু হারেছ (উটপাখি), এনামুল হাসান (পাঞ্জাবী), সাইফুদ্দিন মোহাম্মদ মামুন (ডালিম), মো. আয়ুব (টেবিল ল্যাম্প), মো. ওয়াজ করিম (পানির বেতল), কেন্দ্র এজাহার সরকারী গার্লস হাইস্কুল, মোট ভোটার ৩১৯৩ জন। ৩ নম্বর ওয়ার্ডের কেন্দ্র বার্মিজ প্রাইমারী স্কুল, মোট ভোটার ১১২০ জন। সাধারণ ৪ নম্বর ওয়ার্ডে ৬ জন, হাছান আহমদ (পাঞ্জাবী), ইমান শরীফ (টেবিল ল্যাম্প), হোসেন আহমদ (ব্ল্যাকবোর্ড), মো. তারেক (পানির বোতল), মোবারক (উটপাখি), আবদুর রহিম মুন্না (ডালিম), কেন্দ্র প্রাণীসম্পদ হাসপাতাল, মোট ভোটার ১০৯৯ জন। সাধারণ ৫ নম্বর ওয়ার্ডে ৫ জন, ছৈয়দুল ইসলাম (ডালিম), নুরুল হোসাইন (উটপাখি), একেএম মঞ্জুরুল করিম (পাঞ্জাবী), রেজাউল করিম (পানির বোতল), ছৈয়দ আলম (ব্ল্যাকবোর্ড), কেন্দ্র পাইলট হাইস্কুল, মোট ভোটার ১৪৮২ জন। সাধারণ ৬ নম্বর ওয়ার্ডের কেন্দ্র ডিগ্রী কলেজ, মোট ভোটার ১৪৯৬ জন। সাধারণ ৭ নম্বর ওয়ার্ডের কেন্দ্র হাজী ইসলাম—শাহজাহান প্রাইমারী স্কুল, মোট ভোটার ২০২৪ জন। সাধারণ ৮ নম্বর ওয়ার্ডের কেন্দ্র জামিয়া মাদ্রাসা, মোট ভোটার ১৪২২ জন। সাধারণ ৯ নম্বর ওয়ার্ডের কেন্দ্র কুলালপাড়া ফুরকানিয়া মাদ্রাসা, মোট ভোটার ২৪৭৪ জন, প্রার্থী ২ জন, মোস্তাক আহমদ (পাঞ্জাবী), নুরুল বশর (উটপাখি)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana