বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন
“জেলার সেরা করদাতা “টেকনাফের সিআইপি ওমর ফারুক কে স্বর্ণের চেইন ও ক্রেষ্ট প্রদান করলেন বন্দরের ব্যবসায়ী কমল বড়ুয়া
নিজস্ব প্রতিবেদক
জেলার সেরা করদাতা ওমর ফারুক(সিআইপি) কে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করছেন হোয়াইকং ইউনিয়নের উনছিপ্রাং এর স্থায়ী বাসিন্দা, টেকনাফ স্থল বন্দরের বিশিষ্ট ব্যাবসায়ী ও সিআইপি ওমর ফারুকের আস্থাভাজন মেসার্স কমল ট্রেডার্স এর স্বত্বাধিকারী কমল বড়ুয়া। ক্রেস্ট প্রদান শেষে তিনি সিআইপি কে আরেক সম্মাননা স্বরুপ একটি স্বর্ণের চেইন সিআইপি ফারুকের গলায় পরিয়ে দেন।
এ সময় গণমাধ্যম কর্মী, তার ব্যবসায়ী পার্টনার,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অদ্য-৩ জানুয়ারি মঙ্গলবার বিকালে টেকনাফ স্থল বন্দরে তাকে এ সম্মাননা প্রদান করেন।টেকনাফ স্থল বন্দরের শীর্ষ ব্যবসাী সিআইপি ফারুক এসময় বলেন,
এ সম্মান আমার নয়,পুরো টেকনাফ বাসীর। তিনি ব্যবসায়ী কমলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।#
Leave a Reply