শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম :
হোয়াইক্যং ইউপির ঝিমংখালীতে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে হামলা: নারী সহ আহত-৫ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন, ‘অল্প সময়ে সিদ্ধান্ত: বললেন আইনমন্ত্রী কঠিন সময় পাড়ি দেওয়ার ক্ষমতা আ.লীগের আছে: ওবায়দুল কাদের মার্কিন ভিসানীতি-নিষেধাজ্ঞার পরোয়া করে না আ.লীগ: ওবায়দুল কাদের ভিসার বিধিনিষেধ আরোপের ঘটনা বাংলাদেশের জন্য ‘অপমানজনক ও লজ্জাজনক: ফখরুল আমার ছেলে ওখানে আছে: সম্পদ বাজেয়াপ্ত করলে করবে, তাতে কিছু আসে যায় না: প্রধানমন্ত্রী পল্টনে ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ২ পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৫ খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ বাড়ানো হলো পদে পদে হারুনের বিরুদ্ধে অভিযোগ: মঙ্গলবার প্রতিবেদন জমা দেওয়ার কথা হরতাল-অবরোধের কর্মসূচি দিতে পারে বিএনপি
জেলার সেরা তরুণ করদাতা ওমর ফারুক কে উনছিপ্রাং বড় মাদরাসায় সংবর্ধনা

জেলার সেরা তরুণ করদাতা ওমর ফারুক কে উনছিপ্রাং বড় মাদরাসায় সংবর্ধনা

জেলার সেরা তরুণ করদাতা ওমর ফারুক কে সংবর্ধনা প্রদান করলেন হোয়াইক্যং ইউপির উনছিপ্রাং বড় মাদরাসা।

দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে

——–সিআইপি ওমর ফারুক

মাহফুজুররহমান মাসুম: চট্রগ্রাম বিভাগের কক্সবাজার কর অঞ্চল-৪ এর সর্বোচ্চ করদাতা হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ায় টেকনাফ স্থল বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক কে সংবর্ধনা দিয়েছে উনছিপ্রাং বড় মাদরাসা কর্তৃপক্ষ। অদ্য শনিবার (১৪/০১/২৩)হোয়াইকং মডেল ইউনিয়নের উনছিপ্রাং দারুল ইরফান মুহিউচ্ছুন্নাহ (উনছিপ্রাং বড় মাদরাসা) মাঠে এ সংবর্ধনার আয়োজন করে।

উনছিপ্রাং বড় মাদরাসার সভাপতি মাওলানা রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক ও শিক্ষক মুহাম্মদ তাহের নঈম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন,হাফেজ মাও,মুফতি ওমর ফারু,কাজী মাওলানা আক্তার কামাল নূরী,আওয়ামীলীগ নেতা মোঃ আইয়ুব আজাদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল জাহেদ লিটন,মাওলানা মঈনুল হক প্রমুখ।

এ সময় হোছন আহমদ সর্দার, টেকনাফ স্থল বন্দরের ব্যবসায়ী মেসার্স কমল ট্রেডার্স এর মালিক কমল বড়ুয়া,দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জাহাঙ্গীর আলম,জিয়াবুল হক জিয়া,
সাইফুল ইসলাম শাকের
ব্যবসায়ী মোঃ ফেরদাউস,মাহফুজুররহমান মাসুম মাহমুদউল্লাহ,আবদুল্লাহ,মামুন,মানিক,শমসুল আলম, বাদল,আব্দুররজ্জাক,বাপ্পা বড়ুয়া, নিখেল বড়ুয়া, রনজিত, শুবাস সহ স্থানীয় পেশাজীবি মানুষ,মাদরাসার ছাত্র/ছাত্রী,শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ওমর ফারুক সিআইপি কে মাদরাসা কমিটি, শিক্ষকবৃন্দ, মহিলা শাখার পক্ষে ফুল দিয়ে বরণ শেষে
আনুষ্ঠানিকভাবে পৃথক পৃথক ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মাওলানা রশিদ আহমদ,হোয়াইক্যং ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার রশিদ আহমদ,কাজী মাও, আকতার কামাল নূরী,হোছন আহমদ সর্দার,কমল বড়ুয়া কে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত অতিথি ওমর ফারুক সিআইপি বলেন,
মানুষের কল্যাণে সবাইকে কাজ করতে হবে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে যার যা সামর্থ্য আছে তাই নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
আসুন আমরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং আদর্শ মানুষ গড়তে কাজ করি। সংবর্ধিত অতিথি অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
অনুষ্ঠান শেষে মাদরাসার সকল বিভাগ ঘুরে ফিরে দেখেন এবং নির্মানাধী এতীমখানার ভবনের জায়গা পরিদর্শন করেন।
পূর্বাহ্নে সিআইপি ওমর ফারুক ব্যবসায়ী কমলের আমন্ত্রণে রইক্ষ্যং এলকা পরিদর্শন ও মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এ সময় ব্যবসায়ী কমল রইক্ষংবাসীর পক্ষে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana