বৃহস্পতিবার, ১৯ Jun ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
কক্সবাজার জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি জননেতা মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর সহ জেলা শাখার একটি প্রতিনিধি দল।
অদ্য ২৬ মে ২০২৫ ঈসায়ী, রোজ সোমবার বিকেলে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর নানা বিষয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলে ছিলেন, জেলা সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর,জেলা সেক্রেটারি এ. আর.এম ফরিদুল আলম,
জয়েন্ট সেক্রেটারী মুস্তাফিজুল হক চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আবু নাছের, দপ্তর সম্পাদক মুহাম্মাদ মুরশেদ করীম কাউসার, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাঃএস.এম.ইসমাইল, সহ প্রচার সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন, সহ অর্থ সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক, জেলা আমেলা সদস্য মাওলানা শামশুল হক আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর সভাপতি সাবেক কমিশনার নুর মুহাম্মাদ মাঝু, সেক্রেটারী মুহাম্মাদ আব্দুল খালেক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার সভাপতি মাওলানা নুরুল ইসলাম আজিজী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, সেক্রেটারী আবু তাহের, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি সাইমুম সরওয়া সাকিব প্রমুখ।
নেতৃবৃন্দ কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আসন্ন কুরবানির ঈদে জেলার সীমান্তবর্তী অঞ্চল হয়ে মায়ানমার থেকে অবৈধ গরু চোরাচালান, অনুপ্রবেশ বন্ধ,পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতের অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ ও কিশোর গ্যাং মুক্ত করে নিরাপদ সী বীচ গড়ে তুলতে এবং পর্যটন পুলিশ কে আরও সক্রিয় করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে কবিতা চত্বর থেকে কলাতলী ভাঙ্গার মুখ পর্যন্ত সমুদ্র সৈকতে ডিজিটাল লাইটিং এর ব্যবস্থা করার জন্য জোরালোভাবে আবেদন জানান। জেলা প্রশাসকের সাথে মত বিনিময়কালে মাদক নিয়ন্ত্রণ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়।
নেতৃবৃন্দ জেলা প্রশাসক কে স্বাগত জানিয়ে বলেন,
দেশের স্বাধীন-সার্বভৌমত্ব, শান্তি-সম্প্রীতি, দেশপ্রেম ও নাগরিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কোন রাজনৈতিক দলের সাথে বৈষম্য না করে সকলের সাথে সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক বলেন,
রাষ্ট্র ও জনগণের কল্যাণে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন আমরা বদ্ধপরিকর। এক্ষেত্রে দেশপ্রেমিক, দায়িত্ববান সচেতন সকলের সহযোগিতা প্রয়োজন।
Leave a Reply