বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
লক্ষ্য খুব বড় ছিল না। ভালো শুরু পেয়েছিলেন তামিম ইকবাল। কঠিন উইকেটে থিতুও হয়েছিলেন। কিন্তু নিজের ইনিংস বড় করতে পারেননি ফরচুন বরিশালের অধিনায়ক। তাতে নিজেও ডুবলেন, ডোবালেন দলকে। ১৫১ রানের লক্ষ্যে নেমে ১০ রানে তার দল হেরেছে গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে।
রান তাড়ায় তামিম খেলেছিলেন ৩২ বল, রানও ৩২। ৪৬ মিনিট ক্রিজে থেকে এক চার ও দুটি ছক্কা হাঁকান। দলের দাবি মেটাতে না পারায় তামিম নিজেও হতাশ। দলের পরাজয় অনেকটাই নিজের কাঁধে নিয়েছেন বাঁহাতি ওপেনার।
তিন অফস্পিনার নাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও সঞ্জিত সাহা বেশ চাপে রেখেছিলেন তামিমকে। তাতে স্ট্রাইক রোটেট করতে সমস্যা হচ্ছিল বাঁহাতির। এজন্য এগিয়ে এসে বারবার প্রতি আক্রমণ করেছেন। তাতে সফল হয়েছেন গুটি কয়েকবার। শেষে ওই পাতা ফাঁদেই পা বাড়িয়ে নিজের উইকেট দিয়েছেন।
মোসাদ্দেককে এগিয়ে এসে উড়াতে গিয়ে লং অফে ক্যাচ দেন তামিম। তার বিদায়ের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন আফিফ হোসেন। তামিম মনে করেন তার ও আফিফের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল, ‘আমরা দুইজনই অভিজ্ঞ, আমাদের দায়িত্ব নেওয়া উচিত ছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য এত ভালো ছিল না। তবুও আমরা সেট হয়েছিলাম। এজন্য আমাদের একজনের শেষ পর্যন্ত থাকা উচিত ছিল।
Leave a Reply