রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
টেকনাফের আব্দুশুক্কুর সিআইপি কে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে দায়মুক্তি
নিজস্ব প্রতিবেদক::
দীর্ঘ ৮ বছর পর টেকনাফ স্থল বন্দরের শীর্ষ ব্যবসায়ী ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর সিআইপিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত পূর্বক দুর্নীতি দমন কমিশন কর্তৃক পরিসমাপ্ত করে অফিসিয়ালি চিঠি হাতে পৌঁছে দিয়েছেন। তদন্তে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানায় দুদক। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ছিল। পরে দীর্ঘ তদন্ত শেষে পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল) দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা (স্মারক নং দুদক/
অভি:যাচাই-বাছাই৫৩-২০১৫/৫০০৫ তারিখ ১৬/০২/২০১৫ এর আলোকে
স্মারক নং ০০.০১.০০০০.৫০১.০১. ২০২.১৬ মূলে
মীর মোঃ জয়নুল আবেদীন শিবলী
মহাপরিচালক (বিশেষ তদন্ত) স্বাক্ষরিত একটি চিঠি তার হাতে পৌছে।
বিষয়টি নিশ্চিত করে আব্দুস শুক্কুর সিআইপি বলেছেন, আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৮ বছর পর পরিসমাপ্ত অফিসিয়াল চিঠি হাতে পেলাম। আব্দুস শুকুর, মরহুম এজাহার মিয়া কোম্পানির পুত্র ও টেকনাফ স্থল বন্দরের সফল ব্যবসায়ী।
Leave a Reply