শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
টেকনাফের জাদিমুরা ক্যাম্প থেকে ১৫৮০০ ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। তারা হলেন- ব্লক বি-৮, ক্যাম্প ২৭ এর সিদ্দিকের ছেলে শামসুল আলম, মোঃ ইউনুসের ছেলে কবির আহমেদ ও ব্লক ডি/৫ এর আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ সিদ্দিক।
সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে জাদিমুরা ২৭ নং ক্যাম্পের এ ব্লকের ব্রিটিশ পাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়েছে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন এর তারিকুল ইসলাম তারিক জানিয়েছেন।
তার দেয়া তথ্য মতে, জাদিমুরা ২৭ নং ক্যাম্পের এ ব্লকের ব্রিটিশ পাড়া নামক স্থানে কিছু মাদক কারবারি অবস্থান করছে সংবাদে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অপারেশন অফিসারসহ এসআই মোঃ সাব্বির হাছান ভুইয়া সঙ্গীয় ফোসসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজনকে আটক করে ১৫৮০০টি ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার মূল্য অনুমান ৩১লক্ষ ৬০ হাজার টাকা।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান অধিনায়ক তারিকুল ইসলাম তারিক।
Leave a Reply