বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন
মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশকালে বিজিবি জওয়ানেরা ১লাখ ৩০হাজার ইয়াবার চালানসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে।
সুত্র জানায়, ১৭নভেম্বর (মঙ্গলবার) রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে মাদকের একটি বড় চালান আসার সংবাদ পেয়ে উত্তর আলীখালী সংলগ্ন লবণ মাঠে অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফনদী সাতাঁর কেটে এসে লবণ মাঠ দিয়ে একটি প্লাস্টিক বস্তা মাথায় নিয়ে আসার সময় বিজিবি জওয়ানেরা দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মিয়ানমার আকিয়াব জেলার বুচিধং থানার ছেরুহা এলাকার ঈমান হোছনের পুত্র মোঃ খাইরুল বশর (২০) কে আটক করে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, বিপূল পরিমাণ ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য, আলীখালী,লেদার শীর্ষ আত্মস্বিকৃত মাদক কারবারীরা জেল থেকে ছাড়া পাওয়ায় কারবারীরা আবারো সক্রিয় হয়েছে।
Leave a Reply